শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

সর্বশেষ :
‘আমরা ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই’ হাসান আরিফকে নিয়ে যা বললেন ড.কামাল হোসেন আমরা পাওয়ার দেখাতে আসিনি,একটা দায়িত্ব নিয়ে এসেছি: ড. সালেহউদ্দিন আহমেদ ফতুল্লায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এক হোসিয়ারী শ্রমিককে ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ইসরায়েলে ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের ৩৮ কোটি টাকা অনুদান হামজার আগমনে উচ্ছ¡সিত বাফুফে সভাপতি সরাইলে বিপুল পরিমানে ৫৫ লক্ষ টাকা ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক দুপুরে সচিবালয়ে হবে উপদেষ্টা হাসান আরিফের জানাজা

বন্যার্তদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করেছে ডেভ কেয়ার ফাউন্ডেশন ও যুব রেড ক্রিসেন্ট

চট্টগ্রাম প্রতিনিধিঃ ডেভ কেয়ার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও যুব রেড ক্রিসেন্ট এ্যালমনাই, চট্টগ্রাম এর আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে প্রায় চার শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মসূচী যৌথ উদ্যোগে সম্পন্ন করেছে।

গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার, ফেনী জেলার পরশুরাম উপজেলার সলিয়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা, ঔষধ বিতরণ ও বন্যা পরবর্তী স্বাস্থ্য সমস্যা এবং এর প্রতিরোধ- প্রতিকার বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। এই স্বাস্থ্য সেবা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চর্ম মেডিসিন, গাইনী, শিশু, হৃদরোগ ও চক্ষু বিষয়ে সেবা প্রদান
করা হয়।

যুব রেড ক্রিসেন্ট এ্যালমনাই চট্টগ্রামের সভাপতি গোলাম বাকী মাসুদ এর নেতৃত্বে উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল কাদের (বিদ্যুৎ), ডেভ কেয়ার ফাউন্ডেশনের সদস্য ডা. আব্দুল্লাহ আবু সাঈদ, ডা. রুমানা রশীদ।

চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ ইফাত জাহান, ডাঃ সিফাত তানজীন, ডাঃ সৌরভ দেব বাপ্পী, ডাঃ সাইদুর রহমান, ডাঃ তারেকুল ইসলাম ও ডাঃ মোঃ ইফতেখার হোসেন। আরও উপস্থিত ছিলেন এইচ এম সালাউদ্দিন, জিয়াউল কবির সোহেল, অনিমা বড়ুয়া, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, মোহাম্মদ আলী হায়দার চৌধুরী সাইমন, বখতিয়ার হোসেন জনি, মোঃ গালিব, মিছবাহ উদ্দিন বাহার, তন্বী বড়ুয়া, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের যুব প্রধান জনাব কৃষ্ণ দাশ ও আবু নাঈম তামজীদ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com