শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

সর্বশেষ :
‘আমরা ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই’ হাসান আরিফকে নিয়ে যা বললেন ড.কামাল হোসেন আমরা পাওয়ার দেখাতে আসিনি,একটা দায়িত্ব নিয়ে এসেছি: ড. সালেহউদ্দিন আহমেদ ফতুল্লায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এক হোসিয়ারী শ্রমিককে ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ইসরায়েলে ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের ৩৮ কোটি টাকা অনুদান হামজার আগমনে উচ্ছ¡সিত বাফুফে সভাপতি সরাইলে বিপুল পরিমানে ৫৫ লক্ষ টাকা ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক দুপুরে সচিবালয়ে হবে উপদেষ্টা হাসান আরিফের জানাজা

চট্টগ্রামে বিএনপির সমাবেশ নেতাকর্মীদের ঢল

মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরো চট্টগ্রাম :আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির চট্টগ্রাম বিভাগের শোভাযাত্রার জন্য নগরের আলমাস মোড়ে জমায়েত শুরু হয়েছে। পুরো এলাকা এখন নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে তিনটা থেকে শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশের অস্থায়ী মঞ্চে কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগের নেতারা বক্তব্য দিচ্ছেন। শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এদিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৫ সেপ্টেম্বর) শোভাযাত্রা করার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচি পিছিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তারিখ নির্ধারণ করা হয়েছিল।

শোভাযাত্রা শুরু আগে সেখানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতারা। নগরের ওয়াসা মোড় থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরের লালদিঘীর মাঠে গিয়ে শোভাযাত্রা শেষ হবে।

শোভাযাত্রায় চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলা, উপজেলা ও পৌরসভা থেকে বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দিচ্ছেন।

শোভাযাত্রা চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় মঞ্চে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় শোভাযাত্রার সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ চট্টগ্রাম বিভাগের বিএনপি নেতারা উপস্থিত আছেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com