শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

সর্বশেষ :
‘আমরা ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই’ হাসান আরিফকে নিয়ে যা বললেন ড.কামাল হোসেন আমরা পাওয়ার দেখাতে আসিনি,একটা দায়িত্ব নিয়ে এসেছি: ড. সালেহউদ্দিন আহমেদ ফতুল্লায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এক হোসিয়ারী শ্রমিককে ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ইসরায়েলে ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের ৩৮ কোটি টাকা অনুদান হামজার আগমনে উচ্ছ¡সিত বাফুফে সভাপতি সরাইলে বিপুল পরিমানে ৫৫ লক্ষ টাকা ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক দুপুরে সচিবালয়ে হবে উপদেষ্টা হাসান আরিফের জানাজা

চ্যাম্পিয়নস লিগে রিয়ালের এমবাপ্পের প্রথম গোল

ক্রীড়া ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান প্রতিযোগিতার ফরম্যাট বদলে গেলেও বদলায়নি রিয়ালের দাপট। জয় দিয়ে হয়েছে তাদের নতুন মৌসুমের যাত্রা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রিয়াল মাদ্রিদের জার্সিতে আগেই অভিষেক হয়েছে এমবাপ্পের। গোলের খাতাও খুলেছেন। তবে স্টুটগার্ট ম্যাচ দিয়ে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিষেক হয়েছে ফরাসি ফরোয়ার্ডের। চমৎকার গোল করে অভিষেকটা রাঙিয়ে নিয়েছেন এমবাপ্পে। তার গোলেই দ্বিতীয়ার্ধের শুরুতে লিড নেয় মাদ্রিদের অভিজাতরা।

দ্বিতীয়ার্ধে নেমেই অচলাবস্থা ভাঙেন এমবাপে। ৩০ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি। ফরাসি তারকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। এমবাপেকে অ্যাসিস্ট করেন রদ্রিগো।

৬৮ মিনিটে সমতায় ফেরে স্টুটগার্ট। গোল করেন দেনিজ উনদাব। সময় শেষের দিকে হাঁটতে থাকলেও গোলের দেখা পাচ্ছিলো না কোনো দল। ফলে জয়সূচক গোল পেতে মরিয়া হয়ে উঠে রিয়াল।

কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে ৮৩ মিনিটে লুকা মদ্রিচের কর্নার কিকে দুর্দান্ত হেডে গোল করেন রুডিগার। এতে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল।

রিয়ালের হয়ে শেষ গোলটি করেন এনদ্রিক। চ্যাম্পিয়ন্স লিগে গতকালই প্রথম খেলতে নেমেছিলেন ব্রাজিলের উদীয়মান এই তারকা। অভিষেক ম্যাচেই গোল পেয়ে গেলেন তিনি। এনদ্রিকের গোলটিও ছিল দারুণ। বক্সের কাছ থেকে বল নিয়ে একাই গোলটি করেন তিনি।

এর ফলে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন এনদ্রিক। এদিন এনদ্রিকের বয়স ছিল ১৮ বছর ৫৮ দিন। এত দিন এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেস। তিনি গোল করেছিলেন ১৮ বছর ১১৩ দিনে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com