শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ :
‘আমরা ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই’ হাসান আরিফকে নিয়ে যা বললেন ড.কামাল হোসেন আমরা পাওয়ার দেখাতে আসিনি,একটা দায়িত্ব নিয়ে এসেছি: ড. সালেহউদ্দিন আহমেদ ফতুল্লায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এক হোসিয়ারী শ্রমিককে ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ইসরায়েলে ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের ৩৮ কোটি টাকা অনুদান হামজার আগমনে উচ্ছ¡সিত বাফুফে সভাপতি সরাইলে বিপুল পরিমানে ৫৫ লক্ষ টাকা ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক দুপুরে সচিবালয়ে হবে উপদেষ্টা হাসান আরিফের জানাজা

পলাশবাড়ীতে বিজ এনজিও কৃষি কর্মসূচির উদ্যোগে উপকারীভোগীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

মিলন মন্ডল,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ এনজিও এর কৃষি কর্মসূচির মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে গাইবান্ধা জেলা পলাশবাড়ী শাখার বিজ সমিতির গ্রাহকদের মাঝে ১৮০০ ফলদ বৃক্ষের চারা,৯০০ আম ও ৯০০ লিচু বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জোনাল ম্যানেজার আসাদুল ইসলাম আসাদ প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাউসার মিশু, এবং বিজ এর সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান ও বিজ এনজিও কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোশারেফ হোসেন।

৯০০ জন উপকারভোগীর মাঝে ১৮০০ গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে একটি আম একটি লিচু গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্রাকৃতিতে বিপর্যয় ঘটছে। এ থেকে পরিতান পেতে আমাদের সবাইকে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বনডাইঅক্সাইড গ্রহণ করেন এর ফলে পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। এজন্য আমাদেরকে বাড়ির আশেপাশেসহ ফাঁকা জায়গায় বেশি বেশি গাছ লাগাতে হবে এবং উপকার ভোগীদের মাঝে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে ফলদ বৃক্ষের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং
বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী বিজ এনজিও শিক্ষা ও সামাজিক সুরক্ষা আনোয়ার জাহিদ এবং সার্বক তত্ত্বধানে ছিলেন উক্ত কর্মসূচির আঃ লতিফ, মাহামুদ হাসান ও তপন কুমার সরকার এবং শাখা ব্যবস্থাপক মোঃ সোহেল রানা।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com