শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

সর্বশেষ :
মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আজাদুল ইসলাম কালিগঞ্জে ৩৪৭ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ১৮ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ পদ্মা সেতু হয়ে ঢাকা -খুলনা ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর সিনেমা করব না এটা কখনোই বলিনি: কেয়া পায়েল আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আ. লীগের রাজনীতি করার বিষয়ে যে মন্তব্য করলেন নাহিদ ইসলাম যুক্তরাজ্যে ঢুকলেই গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু

ভুয়া নেতাৱ আবিৰ্ভাব

মোঃ রমজান হোসেনঃগিরগিটির রং বদল বলে যে প্রবাদ বাক্য আছে সেটা প্রতিফলন আজকের আলোচনার বিষয়।

৫ই আগষ্ট ছাত্রজনতা গণঅভ্যুত্থান আগে যারা ছিলেন বিএনপি ছাত্রদলের নিষ্ক্রিয় তারাই আজকে সমাজের ত্রাস হয়ে উঠেছে।৩০শে মার্চ ২০২২ সালে বিএনপি ছাত্রদলের প্রনীত কমিটি প্রদান করে সেখানে ৬৪ নাম্বারে থাকা রুবেল হোসেন(সহ-সভাপতি), সোনারগাঁও উল্লেখ থাকার পরে সেই ব্যক্তির নাম ব্যবহার করে বিভিন্ন গন মাধ্যমে নিজেকে ছাত্রদলের সহ-সভাপতি দাবি করে আসছে ফতুল্লা থানাৱ শিবু মার্কেট এলাকাৱ জয়নাল মিয়াৱ ছেলে রুবেল হোসেন নামে এক ব্যাক্তি।যিনি প্রকৃতপক্ষে দলের কোন প্রকার সদস্য পদে নাই।

দলের অবৈধ পদ ব্যবহার করে এলাকায় আধিপত্যসহ নানা অবৈধ কাজে লিপ্ত বলে খবর পাওয়া যায়।সে জেলা যুবদলেৱ সদস্য সচিব মশিউৱ ৱহমান ৱনিৱ নাম ব্যবহার কৱে পাশাপাশি জেলা সহ-সভাপতি নাম ব্যবহার কৱে। আসলে সে ভুয়া নেতা।

রুবেল হোসেনের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন’আমি কারো নাম ব্যবহার করছি না।আমার পদ আমি ব্যবহার করছি এবং এটাও বলেন তিনি ২০২২ সালের কমিটির সহ-সভাপতি ছিলেন।

বিভিন্ন হলুদ মিডিয়ার টাকার বিনিময়ে নিউজ প্রচার করে তিনি নিজেকে সাবেক সহ-সভাপতি দাবি করে যাচ্ছেন।

ছাত্রদলের ৬৪ নাম্বার এ থাকা সাবেক সহ-সভাপতি(সোনারগাঁও) রুবেল হোসেনের সাথে কথা বলে তিনি জানান “আমার নাম ও পদ ব্যবহার করে যারা আজকে ফায়দা লুটছে তারা দলের স্বার্থে কখনোই ছিলো না, তারা সুবিধাবাদী ।

আমরা এই বিষয়ে ফতুল্লা থানার যুবদলের নেতাকর্মীদের সাথে কথা বললে তারা জানায় ত্যাগী নেতাদের নাম ভাঙ্গিয়ে যারা ফায়দা লুটতে চাচ্ছে তাদের কঠিন শাস্তির আওতায় আনা হোক।

আরো বলেন, দলের ক্লান্তিলগ্নে যাদের কে আমরা পাই নাই তারা দলের কেউ না।

খবরটি শেয়ার করুন