বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ :
মুক্তিযোদ্ধাদের স্বপ্নপূরণে সরকার অঙ্গীকারবদ্ধঃ ড. ইউনূস শেষ মুহূর্তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন ফের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র আগামী বছর জাতিসংঘে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে উচ্চ পর্যায়ের সম্মেলন এক যুগ পর বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া পলাশবাড়ীতে ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে ২০ হাজার টাকা মূল্যে বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ জব্দ ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল সশস্ত্র বাহিনী দিবসঃ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে নষ্ট-পচা সুপারি পরিস্কার করে বাজারজাত

মাসুদ পারভেজ, বিভাগীয় ব্যুরো চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীতে অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে নষ্ট-পচা সুপারি পরিস্কার করে বাজারজাত করার অভিযোগ একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং পণ্যে মেয়াদ না লিখায় আরেকটি বেকারি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তাধিকার।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নগরীর চাক্তাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার। সাথে ছিলেন সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান ও রানা দেব নাথ। ব্যবসায়ীদের জরিমানা পাশাপাশি সতর্ক করেন তারা।

অভিযানে চাক্তাই বাজারের অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে নষ্ট-পচা সুপারি পরিস্কার করে বাজারজাত করার প্রমাণ মেলে।

এ কারণে মেসার্স সালাম স্টোর নামক পাইকারী প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অপরিচ্ছন্নতা, পণ্যের মূল্য-মেয়াদ না লেখায় অভিযোগে মিস্টিফুল নামক একটি বেকারির দোকানকে ৫ হাজার টাকাসহ দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়।

ভোক্তাধিকার চট্টগ্রামে সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, চাক্তাই বাজারে তদারকিকালে অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করার কারণে একটি সুপারি বিক্রি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অপরিচ্ছন্নতা, পণ্যের মূল্য-মেয়াদ না লেখায় অভিযোগে একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করার তাদের সতর্কও করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন