মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকা
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকা এবং  অনলাইন ও ডিজিটাল মাল্টিমিডিয়া  এর জন্য সম্পূর্ণ  নতুনভাবে সারাদেশ থেকে জেলা, উপজেলা,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সরকারি কলেজ,পলিটেকনিকে একযোগে সংবাদকর্মী আবশ্যক বিস্তারিত জানতে ০১৮১৬৩৯৩২২৩

ঢাকা-রংপুর মহাসড়কে ছোট বড় গর্তের কারনে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

মিলন মন্ডল,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রাণ কেন্দ্র চৌমাথা মোড় হতে সরকার তেলের পাম্প পর্যন্ত ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কে অতি বৃষ্টির কারনে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারনে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। উত্তরবঙ্গের সাথে সারা দেশের অন্যতম প্রবেশদার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা। যার কারনে গুরুত্বপূর্ণ এ যায়গাটি ব্যবসায়িক ও ব্যস্ততম শহর হিসাবে পরিচিত।

বিশেষ করে দিনে এবং রাত ৯টা হতে ১২টা পর্যন্ত যখন দূরপাল্লার যানবাহন তাদের কাউন্টার হতে যাত্রী উঠাতে থাকে,তখন শুরু হয় তীব্র যানজট। বড় বড় গর্তের কারনে এক সাথে দুটি গাড়ী পারাপার করতে পারেনা। একটি গাড়ী দাড়িয়ে থেকে অন্য গাড়িকে পার করে দিতে হয়। যানজটের কারন হিসাবে এটিকেও মনে করেছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে একাধিক কাউন্টার মাষ্টার জানিয়েছেন অতি বৃষ্টির কারনে রাস্তায় যে গর্ত সৃষ্টি হয়েছে তাতে করে প্রতিদিনই ঘটছে দূঘটনা এবং একই কারনে হচ্ছে দীর্ঘ যানজট । সাসেক এর কাজ ধীরগতিতে হওয়ায় এ ভোগান্তি হচ্ছে বলেও জানান তারা।

আল রিয়াদ গাড়ীর ড্রাইভার শফিকুল ইসলাম জানান পলাশবাড়ীর চৌমাথায় বড় বড় গর্তের কারনে মাঝে মাঝেই গাড়ী নষ্ট (বিকল) হয়ে রাস্তায় পরে থাকতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তা মেরামতের কাজসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন তিনি।

সাসেক প্রকল্পের কাজের ধীর গতির বিষয়ে জানাতে চাইলে দায়িত্বরত একজন বলেন নুনিয়াগাড়ী মৌজায় আইনি জটিলতার কারনে জমির মালিকগণ অধিগ্রহনের টাকা না পাওয়ায় তাদের জায়গায় ব্যারিকেড দিয়ে রেখেছে।যার কারণে কাজের একটু সমস্যা হচ্ছে । তবে এসমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে পলাশবাড়ী সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved ©2022 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com