শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
মোঃ মোবারক আলী, বিরামপুর ( দিনাজপুর ) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, একটি চক্রের কারণে প্রকাশিত সংবাদে থানা বিএনপি ভাবমূর্তি খুন্ন হয়েছে বলে করেছে শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপি।
সোমবার (৩০ শে সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিরামপুর বিএনপির থানা কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুর আলম,পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, প্রাক্তন কমিশনার হুমায়ন করিব মিলন সহ আরো অনেকে। দিনাজপুর থেকে প্রকাশিত আজকের প্রতিভা পত্রিকায় নীরব চাঁদাবাজি জন্য দিনাজপুরের বিরামপুর বিএনপির ভাব মূর্তি নষ্ট করছে একটি চক্র শিরোনামে প্রকাশিত সংবাদটি নিন্দা জানিয়েছেন বিরামপুর পৌর ও উপজেলা বিএনপি। বক্তারা সাংবাদিকগণকে জানান সঠিক তদন্ত করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য স্থানীয় সাংবাদিকদের প্রতি উদাত্ব আহবান জানান।