বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
অগ্নিশিখা ডেস্কঃ সারাদেশে গত দুই দিনে বৃষ্টি কিছুটা বেড়েছে। এরইমধ্যে আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোর) সকাল ৯টায় দেওয়া আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় বৃষ্টিপাত বেড়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগরেও গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শুক্রবার দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ১২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সৈয়দপুরে।