শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন

সর্বশেষ :
মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আজাদুল ইসলাম কালিগঞ্জে ৩৪৭ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ১৮ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ পদ্মা সেতু হয়ে ঢাকা -খুলনা ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর সিনেমা করব না এটা কখনোই বলিনি: কেয়া পায়েল আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আ. লীগের রাজনীতি করার বিষয়ে যে মন্তব্য করলেন নাহিদ ইসলাম যুক্তরাজ্যে ঢুকলেই গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু

ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

এম এ অন্তর হাওলাদারঃ “সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড ন্যায্য পাওনা” কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা ১ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

গতকাল বুধবার (০২ অক্টোবর)বিকেলে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষকবৃন্দ। ১০ম গ্রেড বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সাকুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু জাফর মোঃ আবদুল লতিফ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যুগ্ন আহবায়ক সালমা বেগম, সহকারি শিক্ষক গঙ্গাচরন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপদেষ্টা মোঃ বিল্লাল হোসেন, সহকারি শিক্ষক আলহাজ্ব আঃ রব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপদেষ্টা মোঃ জাকির হোসেন হাওলাদার,সহকারি শিক্ষক মধ্যমধলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদস্য সচিব মোঃ গিয়াসউদ্দিন চৌধুরী,সহকারি শিক্ষক বাটামারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ভূইয়া, সহকারি শিক্ষক মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যুগ্ন আহবায়ক মোঃ কবির হোসেন,সহকারি শিক্ষক মধ্য কুড়ালিয়া মোল্লারহাট সরকারি বিদ্যালয় ও আহবায়ক কমিটির সদস্য মোঃ নাজিউর রহমান নাইম প্রমূখ।মানববন্ধনে উপজেলার সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এ সময় সহকারি শিক্ষকরা তাদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান। সহকারি শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, উত্তর হাসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, দক্ষিন কুতুবা -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্যা আল মামুন, দক্ষিন কুতুবা -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল আলম পন্ডিত,হাকিমদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

খবরটি শেয়ার করুন