শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ বর্তমানে ঢাকাই সিনেমার পর্দা বলতে গেলে একাই শাসন করছেন শাকিব খান। এবার ক্রিকেট মাঠেও দেখা যাবে তাকে। আসন্ন বিপিএলে “ঢাকা ক্যাপিটালস”-এর মালিকানায় থাকছেন শাকিব খান। তার কসমেটিকস ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের হয়ে এ দল কিনেছেন তিনি।শাকিবের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের টেবিলে রয়েছেন আরেক অভিনেতা মামনুন ইমন।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সকাল থেকে শুরু হয়েছে বিপিএলের প্লেয়ার ড্রাফট। যেখানে নিজের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হাজির হয়েছেন শাকিব খান নিজেও। প্রথমবারের মতো ড্রাফট অনুষ্ঠানে থেকে দল গোছানোর ভূমিকায় দেখা যাবে এই নায়ককে।
শাকিবের ঢাকা ক্যাপিটালসে কোন খেলোয়াড়রা জায়গা পাবে সেটা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে এ জন্য বিকেল অবধি ভক্তদের অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, বিপিএলে খেলার জন্য প্লেয়ার্স ড্রাফটে ৪৪০ বিদেশি ক্রিকেটার নাম দিয়েছেন। যার মধ্যে এরই মধ্যে সরাসরি চুক্তিতে নাম লিখিয়ে ফেলেছেন ছয় ক্রিকেটার। প্লেয়ার্স ড্রাফটে ডাকা হবে বাকি ৪৩৪টি নাম।