শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন
মোঃ হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ বাউল সম্রাট লালন ফকিরের ১৩৪ তম তিরোধান দিবসে বিভিন্ন পেশার নেতৃবৃন্দ প্রতিবার অতিথি হয়ে আসছেন। প্রতিবার কুষ্টিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দকে অতিথি রাখলেও এবার কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে অতিথি থেকে বাদ দেওয়ায় বুধবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে জরুরি সভা করেছে কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করেন যে,১৩৪ তম লালন উৎসবের সংবাদ তারা সম্পূর্ণরুপে বর্জন করবেন বলে ঘোষণা দেন ।
উল্লেখ্যঃ ইংরেজী ১৭ , ১৮ ও ১৯ অক্টোবর ২০২৪ইং বৃহস্পতিবার , শুক্রবার ও শনিবার , বাংলা ১,২ ও কার্তিক ১৪৩১ ।