বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতশাসিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ওমর আবদুল্লাহ। এই নিয়ে দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হলেন তিনি।
বুধবার (১৬ অক্টোবর) শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছে এবার।এতে ৯০টি আসনের মধ্যে ৪২টিতে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স, ৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। জোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তারাই সরকার গড়ছে।
এছাড়া কংগ্রেস বাইরে থেকে নতুন সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত নেয়ায় ন্যাশনাল কংগ্রেসের আরও ৮ জন আইনপ্রণেতাও আজ মন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে।