রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক

অগ্নিশিখা প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক হত্যা মামলায় ২ দিনের রিমান্ড শেষে সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ড শেষে এদিন রাজ্জাককে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ।

আর বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় সাবেক মন্ত্রী ফারুক খানকে। তাকে কারাগারে আটকে রাখার আবেদন করেন পল্টন থানার এসআই নাজমুল হাছান।

পরে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর আদাবর ও নিউ মার্কেট থানার দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে নতুন করে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে। আর সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক সচিব জাহাঙ্গীর আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে একটি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আলী হায়দার।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com