রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেছেন দেশের আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনকারীদের ৭ সদস্যের প্রতিনিধিদল।
শনিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তারা।
চাকরি স্থায়ী করার দাবিতে শনিবার সকাল ১০টা থেকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা এ অবরোধ শুরু করেন। বিকেল ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।
সরকারি বিভিন্ন প্রকল্পে দৈনিক মজুরিভিত্তিক কাজের বিরোধিতা করছেন তারা। চাকরিতে স্থায়ী করে সরকারি সব সুযোগ-সুবিধার দাবি জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আউটসোর্সিং কর্মচারীরা। দীর্ঘ ৬ মাস যাবত বেতন না পাওয়ার অভিযোগ তাদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবি তুলেছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এ পদ্ধতিতে কর্মরতরা।