শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ রাজধানীর খিলগাঁও এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার বাবা খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন। গত ১৭ অক্টোবর দায়ের করা এই মামলায় আইনজীবী জেড আই খান পান্নাকে ৯৪ নম্বর আসামি করা হয়েছিল। কিন্তু মামলার পাঁচদিন পর পান্নাকে মামলার আসামির তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন বাদী বাকের।
সোমবার (২১ অক্টোবর) সকালে তিনি খিলগাঁও থানা পুলিশের কাছে এ আবেদন জানান।
আবেদনে বলা হয়, ‘ভুলবশত’ আসামির তালিকায় জেড আই খান পান্নার নাম উল্লেখ করা হয়েছে। এই মামলা থেকে তাকে বাদ দিয়ে মামলাটি তদন্ত করার জন্য আবেদন জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে আদালতে যাওয়া সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলা হয়। আজ হাইকোর্ট তাকে এই মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।