শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ পরীমণি মুক্তিযোদ্ধাদের স্বপ্নপূরণে সরকার অঙ্গীকারবদ্ধঃ ড. ইউনূস শেষ মুহূর্তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন ফের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র আগামী বছর জাতিসংঘে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে উচ্চ পর্যায়ের সম্মেলন এক যুগ পর বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া পলাশবাড়ীতে ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে ২০ হাজার টাকা মূল্যে বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ জব্দ ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল সশস্ত্র বাহিনী দিবসঃ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমানীনগরে ক্যান্সার প্রতিরোধে এইচপিডি টিকা প্রদান সম্পুর্ন

শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর বালাগঞ্জ প্রতিনিধিঃসিলেটের ওসমানীনগরে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদানে ওসমানীনগরে সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ অক্টোবর ) দুপুরে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাঈনুল আহসান এর সভাপতিত্বে ও ই পি আই কর্মকর্তা নিউটন ধরের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় মুল বক্তব্য প্রদান করেন মেডিক্যাল অফিসার ডাঃ নুসরাত জাহান মৌটুসি, ডাঃ অন্যনা জামান মুন। সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক আলা হোসেন, ওসমানীনগর উপজেলা মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার আপ্তাব আহমদ , ধর্মীয় নেতা আব্দুল হালিম, সৈয়দ শাহ জুবায়ের, বিশ্বজিৎ চৌধুরী, হাবিবুর রহমান সিদ্দিকী, সাইফুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, আব্দুল আজিজ, মাওলানা মাঈন উদ্দিন, আব্দুল মুহাহামিন, বিদ্যৃৎ ভট্রাচার্য্য, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী,ওসমানীনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক হারুন রশীদ, জুবেল আহমদ সেকেল, ফজলু মিয়া, মুহিবুর রহমান, আনা, জয়নাল আবেদীন, কবির আহমদ, কয়েছ মিয়া, আব্দুল মতিন প্রমুখ।

জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে ওসমানীনগরের ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেনীর ৮০৬৭ জন ছাত্রী শিক্ষার্থী এবং ১০-১৪ বছরের ঝড়ে পরা ৪১২ জন কিশোর মোট ৮৪৭৯ জনকে ২৪ অক্টোবর হতে ১০ দিন ব্যাপী ১৭৯টি কেন্ত্রে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে ১ ডোজ টিকা প্রদান করা হবে। ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাঈনুল আহসান উক্ত টিকা কার্যক্রমের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সভায় জানানো হয়, জরায়ুমুখে ক্যান্সার এর কারনে প্রতিবছর বাংলাদেশে ১ লক্ষ ১১ হাজার নারী আক্রান্ত হন, এবং প্রায় ৫ হাজার নারী মৃত্যু বরন করেন। জরায়ুমুখে ক্যান্সারে নারীর মৃত্যু বিশ্বের মধ্যে ৪র্থ স্থানে বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন