মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকা
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকা এবং  অনলাইন ও ডিজিটাল মাল্টিমিডিয়া  এর জন্য সম্পূর্ণ  নতুনভাবে সারাদেশ থেকে জেলা, উপজেলা,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সরকারি কলেজ,পলিটেকনিকে একযোগে সংবাদকর্মী আবশ্যক বিস্তারিত জানতে ০১৮১৬৩৯৩২২৩

বিভিন্ন দাবিদাওয়ার ও অবস্থানের কারণে সড়কের শৃঙ্খলা ভেঙ্গে যাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অগ্নিশিখা প্রতিবেদকঃ বিভিন্ন দাবিদাওয়া ও অবস্থানের কারণে সড়কের শৃঙ্খলা ভেঙ্গে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত ‘ট্রাফিক পক্ষ-২০২৪’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর ট্রাফিক পক্ষ চলবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মানুষ তার প্রয়োজনে বিভিন্ন যানবাহনের দ্বারস্থ হচ্ছে। ফলে ঢাকা মহানগরীতে সুশৃঙ্খল ও কাঠামোগত ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়ন করা কঠিনতর হয়ে পড়েছে। অপরদিকে সময়ে সময়ে বিভিন্ন দাবিদাওয়া ও অবস্থানের কারণে সড়কের শৃঙ্খলা ভেঙে যাচ্ছে।

তিনি আরও বলেন, বৈধ–অবৈধ যানবাহনের আধিক্যের কারণে যানজট দিন দিন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। ছাত্র–জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ঢাকা শহরসহ সারা দেশে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। জনসাধারণের কথা বিবেচনা করে ছাত্র–জনতা স্বেচ্ছাসেবক হিসেবে কয়েক দিন সুশৃঙ্খলভাবে এই ট্রাফিকের দায়িত্ব পালন করে সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাফিক বেআইনি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ট্রাফিক সিগন্যাল চালুর বিষয়ে একটি গবেষক দল কাজ করছে। আশা করি, স্বল্প সময়ের মধ্যেই এটি চালু হবে। শুধু সরকার বা রাষ্ট্রের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার আশানুরূপ উন্নয়ন করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন নগরীর বসবাসকারী সবার সম্পৃক্তকরণ।

প্রথম অবস্থায় ট্রাফিক পক্ষে প্রায় তিন শ জন ছাত্র কাজ করবেন। পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে। তাদের একটা সম্মানীও দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved ©2022 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com