বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কারাগারে

আদালত প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদকে গুলি করে হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২১ অক্টোবর) তাকে তিন দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

কামাল মজুমদারকে সকালে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত কামাল মজুমদারকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

শুক্রবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ। শনিবার তাকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ৪ অগাস্ট মিরপুর-১০ এর শাহআলী মাজারের সামনে গুলিতে আহত হন ইকরামুল হক। চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৪ অগাস্ট তিনি মারা যান।

এ ঘটনায় ইকরামুল হকের বাবা জিয়াউল হক ৭ সেপ্টেম্বর শাহআলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com