বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃ মস্কোর নেতৃত্বাধীন আন্তঃসরকার জোট ব্রিকসের ষোড়শ সম্মেলনে যোগ দিতে রাশিয়ার কাজান শহরে গিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার তাকে বহনকারী বিমানটি কাজানে অবতরণ করেছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসাচিবের উপ মুখপাত্র ফারহান হক। বুধবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে ফারহান হক বলেন, “বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকই বসবাস করে ব্রিকস জোটভুক্ত দেশগুলোতে। তাই জাতিসংঘের কাছে এই জোটের সম্মেলন স্বাভাবিক কারণেই খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া এই সম্মেলনে জোটের সব সদস্যের সরকারপ্রধানরা এসেছেন এবং তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগও রয়েছে। তাই সার্বিক দিক বিবেচনা করেই মহাসচিব সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে সুইজারল্যান্ডে ‘ইউক্রেন শান্তি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে উপস্থিত থাকতে নিমন্ত্রণ জানানো হয়েছিল আন্তোনিও গুতেরেসকেও। কিন্তু সেই সম্মেলনে যাননি তিনি।
এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ফারহান হক বলেন, “মহাসচিব এর আগে অনেকবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। কোনো বিশেষ রাষ্ট্রের প্রতি পক্ষপাতিত্বের কারণে তিনি ব্রিকস সম্মেলনে যাননি, বরং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জাতিসংঘের অবস্থান আরও একবার পরিষ্কার করার সুযোগ আরও একবার এনে দিয়েছে এই সম্মেলন। আমরা এভাবেই ব্যাপারটি বিবেচনা করছি।”
প্রসঙ্গত, ২০০৯ সালে গঠিত ব্রিকস জোটের সদস্যরাষ্ট্রের সংখ্যা মোট ১১টি। রাষ্ট্রগুলো হলো— ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। প্রথম ৫টি রাষ্ট্রের নামের অধ্যাক্ষর দিয়ে নামকরণ করা হয়েছে এ জোটের।