বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন শান্ত

ক্রীড়া প্রতিবেদকঃ সম্প্রতি ব্যাট হাতে ছন্দে নেই বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারত সিরিজের পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে প্রথম টেস্টেও সুবিধা করতে পারেননি এই টাইগার অধিনায়ক। যা নিয়ে চলছে সমালোচনা। এরই মাঝে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শান্ত।

এ বছরের ফেব্রুয়ারিতে ক্রিকেটের তিন সংস্করণের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় শান্তকে। তবে প্রত্যাশ্যা অনুযায়ী তেমন ফলাফল তো দূরের কথা উল্টো নিজের ফর্মই হারিয়ে ফেলেছেন তিনি। বেশ লম্বা সময় ধরে রান খরায় ভুগছে শান্ত। এ নিয়ে বেশ সমালোচনারও মুখোমুখি হতে হচ্ছে তাকে।

আগামী ২৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। সেখানেই তার নেতৃত্বের ইতি টানতে চান তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি) এর পরিকল্পনা অনুযায়ী আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত নেতৃত্ব দেওয়ার কথা ছিল শান্তর।

এ ব্যাপারে জানতে চাইলে বিসিবির এক পরিচালক বলেছেন, ‘‘হ্যাঁ, তিনি আমাদের জানিয়েছেন যে দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে দলের নেতৃত্ব চালিয়ে যেতে চান না।’’

এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘‘দেখা যাক কী হয়। কারণ আমি এখনও সভাপতির কাছ থেকে এ বিষয়ে শোনার জন্য অপেক্ষা করছি।’’

ক্রিকবাজ বলছে, বিসিবির বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা শান্তকে অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও সেটাতে রাজী হননি শান্ত। এমনকি গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। এবার সরে দাঁড়াচ্ছেন তিন ফরম্যাট থেকেই। তবে বিসিবি সভাপতি দেশের বাইরে থাকায় এখন পর্যন্ত শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বোর্ড।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com