শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)’র উদ্যোগে এবং সিবিএম গ্লোবাল, বাংলাদেশ এর সহযোগীতায় শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক জাতীয় পর্যায়ের কর্মশালার আয়োজন করা হয়।
এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ড. মোঃ ওমর ফারুক, রেক্টর (সচিব), বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি,জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি তার বক্তব্যে বলেন, বার্ডো’র উন্নয়নে যা যা করনীয় আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা করব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অমৃতা রেজিনা রোজারিও, কান্ট্রি ডাইরেক্টর, সাইটসেভারস বাংলাদেশ তিনি বলেন আমি বার্ডো’র পাশে থাকব। সিবিএম গ্লোবাল,বাংলাদেশের প্রতিনীধি জনাব দেওয়ান মাহফুজ ই মওলা, এ্যাডভোকেসি এন্ড
কমিউনিকেশন ম্যানেজার তিনি তার বক্তব্যে সিবিএম গ্লোবাল, বাংলাদেশ এর কার্যক্রম তুলে ধরেন। আরো উপস্থিত ছিলেন জনাব এরশাদ হোসেন খান,যুগ্নসচিব (আইন ও সংস্থা অধিশাখা) সমাজকল্যাণ মন্ত্রণালয়, জনাব মোঃ আজমুল হক, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি) ও যুগ্নসচিব, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, ডাক্তার নওরোজ ফেরদৌস, সহকারী অধ্যাপক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ডাঃ দীপিকা রায়, উপ-প্রধান মেডিকেল অফিসার, মেডিকেল শাখা, বিসিক, ক্যানাডিয়ান প্রবাসী জনাব মাসুদুল আলম ও শাহিন আওয়াল।
আলোচনা সভায় মুল প্রবন্ধ পাঠ করেন বার্ডো’র উপ ব্যবস্থাপক জনাব ফিরোজা খাতুন।মুল প্রবন্ধ তিনি উল্লেখ করেন যে এই আইনে ৪৪টি ধারা এবং ১৬টি তফসিল রয়েছে। এই আইনে ধারা নং ১৬ তে প্রতিবন্ধী জনগোষ্ঠীর ২১টি অধিকারের কথা বলা হয়েছে। এছাড়া ১৭ থেকে ২৫ পর্যন্ত ৫টি কমিটি সম্পর্কে বলা হয়েছে
এবং কমিটিগুলোর দায়িত্ব ও কার্যাবলী উল্লেখ রয়েছে। কমিটিগুলি যথাঃ ১। জাতীয় সমন্বয কমিটি ২। জাতীয় নির্বাহী কমিটি ৩। জেলা কমিটি ৪। উপজেলা কমিটি ৫। শহর কমিটি।