রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকা
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকা এবং  অনলাইন ও ডিজিটাল মাল্টিমিডিয়া  এর জন্য সম্পূর্ণ  নতুনভাবে সারাদেশ থেকে জেলা, উপজেলা,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সরকারি কলেজ,পলিটেকনিকে একযোগে সংবাদকর্মী আবশ্যক বিস্তারিত জানতে ০১৮১৬৩৯৩২২৩

ভুটানের জালে ৭ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদকঃ সাবিনা খাতুন আর তহুরা খাতুনের জোড়া গোলে ম্যাচের নিয়তি প্রথমার্ধেই নির্ধারিত হয়ে গিয়েছিল। সেটা শেষ বাঁশিতেও সেটা বদলাল না আর। তহুরার হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে বাংলাদেশ পা রাখল সাফের ফাইনালে, টানা দ্বিতীয় বারের মতো।

৭ মিনিটেই ঋতুপর্ণা চাকমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সাগরিকার পাস থেকে প্রথমে বল রিসিভ করেন তহুরা খাতুন। তহুরার থেকে বল এরপর নিয়ে ঋতুপর্ণা জায়গা বানিয়ে বক্সের কোনা থকে বাঁ পায়ের দারুণ শটে পাঠান জালে। ১১ মিনিটেই বাংলাদেশ ২-০ করতে পারত। তবে ঋতুপর্ণার ক্রস থেকে সাগরিকার হেড ভুটানের এক ডিফেন্ডার গোল বাঁচিয়ে দেন।

ভুটান অবশ্য বেশিক্ষণ নিজের জাল অক্ষত রাখতে পারেনি। ১৪ মিনিটে শিউলির থেকে বল রিসিভ করেন তহুরা। বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান ২-০ করেন তহুরা। ২৫ মিনিটে সাবিনার শট লাগে ভুটানের সাইড পোস্টে। তবে পরক্ষণেই মনিকার গোলমুখে ফেলা বল সহজেই লক্ষ্যভেদ করেন সাবিনা। টুর্নামেন্টে এবারই প্রথম গোল পেলেন সাবিনা।

৩৪ মিনিটে আবারও ঝলক দেখান তহুরা। বাঁ পায়ের চোখধাঁধানো বাঁকানো শটে ৪-০ ব্যবধানে বাংলাদেশকে এগিয়ে নেন এই ফরোয়ার্ড। পঞ্চম গোল বাংলাদেশ পেয়েছে ৩৬ মিনিটে। ভুটানের গোলরক্ষক সংগীতা মঙ্গেরেকে কাটিয়ে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন সাবিনা। এটা বাংলাদেশ অধিনায়কের টুর্নামেন্টে দ্বিতীয় গোল।

একের পর এক গোল হজম করতে থাকা ভুটান চেষ্টা করছিল। তবে বাংলাদেশের রক্ষণে গোলের পরিস্থিতি তৈরি করেও সফল হয়নি ভুটান। ৪০ মিনিটে ভুটানের স্ট্রাইকার দেকি হাজম গোল করে ব্যবধান কমিয়েছেন।

গতকাল অসুস্থ থাকায় অনুশীলন করতে পারেননি সাবিনা। ভুটানের বিপক্ষে খেলা নিয়েই তাঁর অনিশ্চয়তা ছিল। তবে একাদশে সুযোগ পেয়ে বাংলাদেশ অধিনায়ক জ্বলে উঠেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved ©2022 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com