বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন

সর্বশেষ :
মুক্তিযোদ্ধাদের স্বপ্নপূরণে সরকার অঙ্গীকারবদ্ধঃ ড. ইউনূস শেষ মুহূর্তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন ফের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র আগামী বছর জাতিসংঘে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে উচ্চ পর্যায়ের সম্মেলন এক যুগ পর বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া পলাশবাড়ীতে ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে ২০ হাজার টাকা মূল্যে বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ জব্দ ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল সশস্ত্র বাহিনী দিবসঃ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

ভুটানের জালে ৭ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদকঃ সাবিনা খাতুন আর তহুরা খাতুনের জোড়া গোলে ম্যাচের নিয়তি প্রথমার্ধেই নির্ধারিত হয়ে গিয়েছিল। সেটা শেষ বাঁশিতেও সেটা বদলাল না আর। তহুরার হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে বাংলাদেশ পা রাখল সাফের ফাইনালে, টানা দ্বিতীয় বারের মতো।

৭ মিনিটেই ঋতুপর্ণা চাকমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সাগরিকার পাস থেকে প্রথমে বল রিসিভ করেন তহুরা খাতুন। তহুরার থেকে বল এরপর নিয়ে ঋতুপর্ণা জায়গা বানিয়ে বক্সের কোনা থকে বাঁ পায়ের দারুণ শটে পাঠান জালে। ১১ মিনিটেই বাংলাদেশ ২-০ করতে পারত। তবে ঋতুপর্ণার ক্রস থেকে সাগরিকার হেড ভুটানের এক ডিফেন্ডার গোল বাঁচিয়ে দেন।

ভুটান অবশ্য বেশিক্ষণ নিজের জাল অক্ষত রাখতে পারেনি। ১৪ মিনিটে শিউলির থেকে বল রিসিভ করেন তহুরা। বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান ২-০ করেন তহুরা। ২৫ মিনিটে সাবিনার শট লাগে ভুটানের সাইড পোস্টে। তবে পরক্ষণেই মনিকার গোলমুখে ফেলা বল সহজেই লক্ষ্যভেদ করেন সাবিনা। টুর্নামেন্টে এবারই প্রথম গোল পেলেন সাবিনা।

৩৪ মিনিটে আবারও ঝলক দেখান তহুরা। বাঁ পায়ের চোখধাঁধানো বাঁকানো শটে ৪-০ ব্যবধানে বাংলাদেশকে এগিয়ে নেন এই ফরোয়ার্ড। পঞ্চম গোল বাংলাদেশ পেয়েছে ৩৬ মিনিটে। ভুটানের গোলরক্ষক সংগীতা মঙ্গেরেকে কাটিয়ে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন সাবিনা। এটা বাংলাদেশ অধিনায়কের টুর্নামেন্টে দ্বিতীয় গোল।

একের পর এক গোল হজম করতে থাকা ভুটান চেষ্টা করছিল। তবে বাংলাদেশের রক্ষণে গোলের পরিস্থিতি তৈরি করেও সফল হয়নি ভুটান। ৪০ মিনিটে ভুটানের স্ট্রাইকার দেকি হাজম গোল করে ব্যবধান কমিয়েছেন।

গতকাল অসুস্থ থাকায় অনুশীলন করতে পারেননি সাবিনা। ভুটানের বিপক্ষে খেলা নিয়েই তাঁর অনিশ্চয়তা ছিল। তবে একাদশে সুযোগ পেয়ে বাংলাদেশ অধিনায়ক জ্বলে উঠেছেন।

খবরটি শেয়ার করুন