বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী।
সোমবার (২৮ অক্টোবরঃ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলের স্থায়ী কমিটি ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ ছিলেন।
বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আজ অনেক বিষয়ে আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আছে, নেপালের সঙ্গে দেশের সম্পর্ক অনেক দিনের। অনেক ধরনের কো অপারেশন ছিল। যে সম্ভাবনা ছিল তা কাজে লাগাতে পারিনি।
আমির খসরু বলেন, ‘শহীদ জিয়ার স্বপ্ন সার্ক। সার্কেকে সঠিক জায়গায় নিতে পারিনি। নেপালের রাষ্ট্রদূতও মনে করেন, সার্কের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো।