শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
চট্টগ্রাম নগর এর সাবেক কাউন্সিলর, খুলনা থেকে গ্রেপ্তার,,। শেখ শহিদুল ইসলাম মিঠু খুলনা বূরো প্রধান।। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক, কাউন্সিলর ডিউককে,খুলনা থেকে করা হয়েছে,। গতকাল রোববার দুপুরে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে তাকে গ্রেফতার করা হয়,। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার। গণমাধ্যম।,, কাজী মোহাম্মদ তারেক আজিজ, পুলিশ জানাই বড় সন্তানের ওরিয়েটেশন, ক্লাসের জন্য খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, ছিলেন নাজমুল হক। খবর পেয়ে তাকে শেখান থেকে দুপুরে তাকে গ্রেফতার করে খানজাহান আলী থানা পুলিশ। পরে তাকে চট্টগ্রাম নগর পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমলা সহ অন্তত,৫,ট মামলা রয়েছে নগরের বিভিন্ন থানায়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার। গণমাধ্যম, কাজী মোহাম্মদ তারেক আজিজ আজ। সোমবার প্রতিদিনের কণ্ঠস্বর ও দৈনিক মানবাধিকার কে বলেন সাবেক কাউন্সিলর, নাজমুল হক ডিউককে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে।