মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
রংপুর বিভাগীয় ব্যুরোঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন নবাগত রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি ।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বিভাগীয় কমিশনার পীরগঞ্জের বাবনপুরে পৌঁছেন এবং শহীদ আবু সাঈদের কবর জেয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে তিনি আবু সাঈদের পিতা মোকবুল মকবুল হোসেনের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন ।
এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, সহকারী কমিশনার(ভূমি) ত্বকী ফয়সাল তালুকদার বিভাগীয় কমিশনারের সঙ্গে ছিলেন ।
পরে বিভাগীয় কমিশনার সেখানে গণমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়ায় বলেন, একটা শোষন ও দুর্ণিতীমুক্ত দেশ গঠনের জন্য আবু সাঈদ সহ অনেকে জীবন দিয়েছেন । আমাদেরকে সেটি মনে রাখতে হবে । তাদের রক্তকে বৃথা হতে দিতে পারিনা । শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে এক সঙ্গে কাজ করতে হবে ।