শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

ওসমানীনগরে বেশ কিছু গ্রামীণ পাকা সড়কের বেহাল দশা

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে গেল ৩ দফা বন্যা এবং টানা বৃষ্টিতে উপজেলার বেশ কিছু গ্রামীণ পাকা সড়কের কার্পেটিং উঠে খান খন্দে পরিনত হয়েছে। সড়কগুলো হলো সিলেট ঢাকা মহাসড়ক সংযোগ শেরপুর হতে আদমপুর, বেগমপুর হতে কালনীচর, বুরুঙ্গা সড়কের মুখ হতে বুরুঙ্গা বাজার, গোয়ালা বাজার হতে খাদিমপুর বাজার, তাজপুর হতে বালাগঞ্জ বাজার, দয়ামীর হতে মাদার বাজার, নাজির বাজার হতে খন্দকার বাজার তাজ পুর বাজার হতে মঙ্গলচণ্ডী রোড এবং গোয়ালা বাজার হতে কালিবাড়ি বাজার সহ আরোও বেশ কয়েকটি গ্রামীণ পাকা সড়কে খানা খন্দে বেহাল অবস্থায় পরিনত হয়েছে। এতে চরম দূর্ভোগের কবলে সড়ক ব্যাবহারকারী যাত্রী সাধারণ।

উক্ত রাস্তা দিয়ে সিলেট- ঢাকা মহাসড়ক সহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছোট যানবাহন, যেমন ব্যাটারী চালিত টমটম, সিএনজি চালিত অটোরিকশা। উক্ত রাস্তায় উল্লেখীত যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকি নিয়ে করতে হচ্ছে। এতে রোগী ও বৃদ্ধ যাত্রীরা প্রতিনিয়ত মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। উক্ত রাস্তা গুলো দিয়ে প্রতিদিন যানবাহনের ইঞ্জিন বিকল ও চলাচল অনুপযোগী হতে হতে দেখা গেছে অনেক টমটম ও সিএনজি চালিত অটোরিকশা। ওসমানীনগর এলাকায় উল্লেখীত সড়কগুলোর বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে ব্যাস্ততম এ সড়কগুলো বেহাল অবস্থায় পরিনত হয়েছে। সড়ক জোড়ে বড় বড় গর্তে আটকে যাচ্ছে গাড়ি। টানা বৃষ্টিতে অনেক স্থানে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা।সরেজমিন পরিদর্শন কালে এসব চিত্র দেখা গেছে । মারাত্মক ঝুঁকি নিয়ে সড়ক গুলোতে প্রতিদিন চলাচল করছে যানবাহন।

উল্লেখীত সড়কে চলাচল কারী একাধিক পথচারীদের সাথে আলাপকালে তারা জানান সড়ক গুলোর বিভিন্ন অংশে সৃষ্টি হওয়া গর্তএর কারনে চলাচলে চরম দূর্ভোগে কবলে পড়েছন তারা। এবিষয়ে মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার আফতাব আহমদ বলেন জরুরি ভিত্তিতে সড়ক গুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্থক্ষে কামনা করেছেন ভোক্তভোগীরা।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com