বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন

পালিয়েছেন নেতাকর্মীরা, ছাত্র-জনতার দখলে জাতীয় পার্টি কার্যালয়/নিউজ ।মোঃ নাসির উদ্দিন গাজী।ঢাকা।

পালিয়েছেন নেতাকর্মীরা, ছাত্র-জনতার দখলে জাতীয় পার্টি কার্যালয়/নিউজ ।মোঃ নাসির উদ্দিন গাজী।ঢাকা।
২ ন‌ভেম্বর ঢাকার কাকরাইলী অফি‌সের সাম‌নে ‘যে কো‌নো মূ‌ল্যে জিএম কা‌দেরের বিরু‌দ্ধে মামলার প্রতিবা‌দে বি‌ক্ষোভ সমা‌বেশ’ করার পাল্টা চ্যা‌লেঞ্জ দি‌য়ে ছাত্র-জনতার প্রতি‌রো‌ধের মু‌খে পা‌লি‌য়ে‌ছেন জাতীয় পা‌র্টির নেতাকর্মীরা।
বৃহস্প‌তিবার (৩১ অক্টোবর) সন্ধ্যাার পরপরই রাজধানীর কাকরাইলে জাতীয় পা‌র্টির কেন্দ্রীয় কার্যাল‌য় থেকে পালিয়ে যান নেতাকর্মীরা।
এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা জাতীয় পা‌র্টি অফি‌সে আগুন ধ‌রি‌য়ে দেয়। কার্যাল‌য়ে ব্যা পক ভাঙচুর চালায়। ক‌য়েক দফা চেষ্টা ক‌রে ফায়ার সা‌র্ভিস এসে আগুন নেভা‌লেও রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জাতীয় পা‌র্টির কার্যালয় ছাত্র-জনতার দখ‌লে ছিল। তারা কার্যাল‌য়ের সাম‌নে অবস্থান করছিল। আওয়ামী লী‌গের দোসর হি‌সে‌বে জিএম কা‌দের, চুন্নু, আনিসদের গ্রেপ্তার ও বিচার দা‌বি ক‌রছেন ছাত্র-জনতা। তারা জাতীয় পা‌র্টির রাজনী‌তি নি‌ষি‌দ্ধের দা‌বি‌তে স্লোগান দি‌চ্ছেন। এমনকি ভবিষ্যতে জাতীয় পা‌র্টি‌কে রাজনী‌তি কর‌তে দে‌বে না ব‌লেও হুঁশিয়ারি দি‌য়ে‌ছেন।
ছাত্র-জনতার পাশাপা‌শি জাতীয় পা‌র্টি অফিসের সাম‌নে বিপুল সংখ্যাক সেনা ও পু‌লিশ ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com