বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন

সর্বশেষ :
ওসমানীনগরে ৫ শত বছরের প্রাচীন জামে মসজিদ ও মাজারে যাতায়াত রাস্তা প্রতিবন্ধকতা অপসারণ যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পলাশবাড়ীতে আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ফুটপাতের শৃঙ্খলা ফেরাতে সরেজমিন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফতুল্লায় ১০০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি লিখন গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ৮০০০ (আট হাজার ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০২ জন গ্রেফতার নসিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু ১৭ বছর পর কারামুক্ত আমাদের যেকোনো প্রকল্পের ব্যয় ভারতের তুলনায় বেশি: ফাওজুল কবির শেখ হাসিনা দেশে আসবেন কেবল ফাঁসিতে ঝোলার জন্য: নাহিদ ইসলাম

গান গেয়ে কটাক্ষের মুখে কৌশানী

বিনোদন ডেস্কঃ সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘বহুরূপী’তে অভিনয় করে খ্যাতির শীর্ষে বিচরণ করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। সেখানে দারুণ প্রশংসিত হয়েছে তার অভিনয়। বিশেষ করে শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে কৌশানীর রসায়ন নজর কেড়েছে সবার। কিন্তু এই ছবি নিয়েই কটাক্ষের মুখে পড়তে হলো নায়িকাকে।

সপ্তাহ খানেক আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, কৌশানী মুখার্জি এক সংবাদ সম্মেলনে বহুরূপীর হিট গান ডাকাতিয়া বাঁশি থেকে বাংলা র‌্যাপের অংশটা গেয়ে শোনাচ্ছেন।

তবে গানটির লিরিক্স যে তার সম্পূর্ণ মুখস্থ সেটা শুনেই বোঝা যাচ্ছে। তবুও গানটি নিয়ে ট্রল হতে হল নায়িকাকে। নেটিজেনরা একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরিয়ে তুললেন।

এক ব্যক্তি লেখেন, ‘বাংলাটা আগে ভালো করে শেখা দরকার।’ আরেকজন লেখেন, ‘মানুষের রুচি শেষ হয়ে গেছে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘বহুরূপী শিল্পের সাথে যারা পরিচিত নন তারা এর মূল্য বুঝবেন না।’ আরেকজন লেখেন, ‘বাংলা বলতে এত কষ্ট কেন দিদি? উচ্চারণগুলো কেমন যেন অসম্পূর্ণ।’ অপর একজন লেখেন, ‘এটা একটা বাঙালি অভিনেত্রীর বাংলা উচ্চারণ! যেন মনে হচ্ছে কোনও বিদেশি বা প্রবাসী বাঙালি জোর করে আঞ্চলিক বাংলায় ছড়া বলছে, ইচ্ছে করে এরকম ন্যাকামি করে।

যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্যের উত্তর দেননি কৌশানী।

বহুরূপী ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। কৌশানি মুখার্জি ছাড়াও অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ। এখানে উঠে এসেছে ব্যাংক ডাকাতির গল্প তাও বাস্তব ঘটনা অবলম্বনে। এই ছবিটি বক্স অফিসে ১২ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ইতোমধ্যে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com