বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

১৮ রানের জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদকঃ হংকং সুপার সিক্সার্সে আলোকস্বল্পতায় পণ্ড হওয়া ম্যাচের পর শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে জয়ের পর ছিল শ্রীলঙ্কার বিপক্ষে হার। তারপরেও কোয়ার্টারে জায়গা করে নিতে বেগ পেতে হয়নি ইয়াসির আলি চৌধুরী রাব্বির দলের। কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে অবশ্য ঠিকই সেমিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

খর্বশক্তির আরব আমিরাতের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার ৩৬ রান এবং ২ উইকেটের পর ডি/এল ম্যাথডে ১৮ রানের জয় নিয়ে সেমি ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ।

আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে আরব আমিরাতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের শুরুর দিকে রান তুলতে বেশ বেগ পেতে হয়েছে ওপেনার জিসানকে।

আব্দুল্লাহ আল মামুন খেলেন ১১ বলে ৩১ রানের ইনিংস। জিসান আলমের সঙ্গে তার ওপেনিং জুটি থেকে আসে ৫৯ রান। যদিও অন্যপ্রান্তে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি জিসান। প্রথম উইকেটের পতনের পর ক্রিজে আসেন সাইফউদ্দিন।

ক্রিজে নেমে মাত্র ৯ বলে ৩৬ রান আসে তার ব্যাট থেকে। ইনিংস জুড়ে ৫টি ছক্কা ও একটি চারের মার মারেন সাইফউদ্দিন। আর জিসান অপরাজিত থাকেন ১৭ বলে ৩৪ রান করে। ৩ টি করে ছক্কা ও চারে ইনিংস সাজান বাংলাদেশি এই ওপেনার।

জবাবে খেলতে নেমে দ্বিতীয় বলেই আসিফ খানকে বোল্ড করেন সাইফউদ্দিন। সেই ওভারেই নিজের শেষ বলে মুহাম্মাদ জুহাইবকে লেগ বিফোর উইকেট বানিয়ে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন সাইফউদ্দিন। এরপর আবু হায়দার রনি বোলিংয়ে এসে দ্বিতীয় ওভারে খরচ করেন মাত্র ৭ রান।

তৃতীয় ওভারে এসে শাঞ্চিত শর্মার তোপের মুখে পড়েন আব্দুল্লাহ আল মামুন। তিনি টানা চারটি ছক্কা মারেন বাংলাদেশের এই পেসারকে। অবশ্য পঞ্চম বলেই তাকে আবু হায়দারের ক্যাচ বানিয়ে ফেরান মামুন। ৩.২ ওভার শেষে আরব আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৪৩ রান।

এরপর আলোক স্বল্পতার কারণে আর খেলা হয়নি। ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচ জিতে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী কাল রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে সেমি ফাইনালে খেলবে বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com