মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ :
আরও বেশি বাংলাদেশি নারী শান্তিরক্ষী নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ফতুল্লায় মামলা তদন্তে ঘুষ দাবি, এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে সুপ্রিম কোর্ট কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন: ওসমানীনগরে ড্রেজার ও নৌকা আটক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে খালার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রতারণা! ইসরায়েলে সাইবার হামলা করেছে নবাবগঞ্জের ফ্রিল্যান্সার আছিফ সহএকটি সিভিলিয়ান ফোর্স নবাবগঞ্জে সরকারি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা ছাত্রনেতাদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি ছাত্রদলের আহ্বান ঈদে যথাযথ দায়িত্ব পালন করায় কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জাতীয় পার্টির কার্যালয় ঘিরে পুলিশের সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেখানে কাউকে ভিড়তে দিচ্ছে না পুলিশ। শনিবার সকাল থেকে পার্টির কেন্দ্রীয় অফিসে কোনো নেতাকর্মীরও দেখা মেলেনি।

শনিবার দুপুরে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেছে। উৎসুক লোকজন ভিড় জমাতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, পাইওনিয়ার রোড ও কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পূর্ব নির্ধারিত সমাবেশ স্থগিত করেছে। নিরাপত্তা বাড়ানোর উদ্দেশ্যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, ৩১ অক্টোবর সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’ ব্যানারে একটি মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গেলে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষই হামলার অভিযোগ করেছে, যা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com