শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

মিলন মন্ডল,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ “দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”এই শ্লোগানে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার শহীদুল্লাহ ভূঞা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান রিহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী সহকারী কমিশনার(ভূমি) আল – ইয়াসা রহমান তাপাদার,অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার,সাধারণ সম্পাদক পাপুল সরকার, প্রশিক্ষনার্থী জহির, সাধনা আক্তার,উদ্যোক্তা সোহেল রানা,মিতু বেগম।

এসময় ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণের প্রশিক্ষক মো: দানেশ আলী,সহকারী প্রশিক্ষক মো: ফরাইজুল,অফিস সহায়ক শ্রী উত্তম রায়,উপজেলা যুব উন্নয়ন কর্মচারীসহ গণমাধ্যমকর্মীরা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস।

সভায় বক্তারা,প্রশিক্ষিত যুবকদের প্রশিক্ষণের অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানোর ও স্থানীয় উদ্যোক্তাদের সার্বিক সহযোগীতা করার আহবান জানান।

আলোচনা সভা শেষে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ৪০ জন যুব ও যুব মহিলার মাঝে যাতায়াত ভাতাসহ সনদপত্র প্রদান ও ৪০ জন যুব ও যুব মহিলার মাঝে ৪ লক্ষ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com