রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ :
পলাশে সহকারী কমিশনার (ভূমি) অফিসটি দূর্নীতির আখড়ায় পরিনত হইছে ইত্যাদি এবার মোংলা সমুদ্রবন্দরে অটোরিকশা সমস্যার সমাধান কীভাবে, জানালেন উপদেষ্টা নতুন সিইসি ও ৪ কমিশনারের শপথ সাংবাদিক আকবর হোসেনকে যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার নিয়োগ ক্ষুব্ধ এস,আই মিজান নিজের অপকর্ম ঢাকতে কৌশলের আশ্রয়ে সাংবাদিকের বিরুদ্ধে সাজানো মামলা এফ আই আর। মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোনকল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবার অনুমোদনে জেলা জামায়াতের শুকরিয়া সমাবেশ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ইউএনএওসি গ্লোবাল ফোরামে যোগ দিতে পর্তুগাল গেছেন পররাষ্ট্র উপদেষ্টা

পলাশবাড়ী প্রেসক্লাবের নির্বাচিতদের শপথ গ্রহন অনুষ্ঠিত

মিলন মন্ডল,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশন নবিউল ইসলাম নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।

নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন আর্দশ কলেজের প্রভাষক হামিদুল হক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ রানা। এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক শাহারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদসহ অনেকেই।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর পলাশবাড়ী প্রেসক্লাবে ২০২৫-২০২৭ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শাহ আলম সরকার সভাপতি, পাপুল সরকার সাধারণ সম্পাদক, আব্দুল মতিন সাংগঠনিক সম্পাদক, আশরাফুজ্জামান সরকার সহ-সভাপতি, হাসিবুর রহমান স্বপন যুগ্ম সাধারণ সম্পাদক, হামিদুল হক মন্ডল কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক মিলন মন্ডল, সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক সম্পাদক বিদুষ রায়, ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহিন, মতিয়ার রহমান লাভলু ও এ্যাড. আবেদুর রহমান সবুজ কার্যকরী সদস্য নির্বাচত হয়।

খবরটি শেয়ার করুন