শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্কঃ সঙ্গে নেই যীশু সেনগুপ্ত। তবুও আলোকজ্জ্বল দীপাবলি কাটালেন নীলাঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনার সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন রাহুল। লিখেছেন, দিদির বাড়িতে দীপাবলি।
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বৈবাহিক জীবনের সমস্যার কথা বর্তমানে অজানা নেই কারও। এ জুটি দীর্ঘদিন ধরেই একসঙ্গে থাকছেন না । সামাজিক যোগাযোগ মাধ্যমে নীলাঞ্জনা ও তার বড় মেয়ে সারা আনফলো করে দিয়েছেন যীশু সেনগুপ্তকে। আপাতত মুম্বাইতে থাকছেন যীশু।
কলকাতার বাড়িতেই দুই মেয়েকে নিয়ে থাকছেন নীলাঞ্জনা। এদিকে যীশু সেনগুপ্ততে ছাড়ায় আলোকোজ্জ্বল দীপাবলি কাটালেন নীলাঞ্জনা। সঙ্গে ছিলেন দুই মেয়ে ও রুপালি পর্দার পরিবারের কিছু সদস্য।
সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ভক্ত-অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন নীলাঞ্জনা। অন্যদিকে যীশুর দীপাবলি কেমন কেটেছে তা জানা যায়নি। তবে তিনি এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন।
প্রসঙ্গত, এখন দুই মেয়েকে ঘিরেই তার গোটা পৃথিবী নীলাঞ্জনা। তাদের নামেই নিজের নতুন প্রযোজনা সংস্থার নাম দিয়েছেন, “নিন্নি চিন্নি’জ মামাজ প্রোডাকশন।” সম্প্রতি একটি পডকাস্টে এসেছিলেন নীলাঞ্জনা।
যেখানে নিজের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি। তার বেড়ে ওঠা পুরোটাই মুম্বাইয়ে। সেখানে হিন্দি কাজের মাধ্যমেই তার ক্যারিয়ারের শুরু। একটা সময় চুটিয়ে মডেলিংও করেছেন তিনি। কিন্তু নিজের ক্যারিয়ার, বাড়ি সব ছেড়ে কলকাতায় এসেছিলেন তিনি। সে কথাই পডকাস্টে স্পষ্ট ভাবে জানালেন নীলাঞ্জনা।
তিনি বলেন, ‘প্রথমবার ক্যারিয়ার ছেড়েছিলাম ভালোবাসে। মুম্বাই ছেড়ে কলকাতা চলে এসেছিলাম। তারপর আবারও ফিরে গিয়ে বম্বেতে টেলিভিশন কাজ করার কথা ভাবিনি। যদিও আমার কাছে সে অপশন অবশ্য ছিল। আমি একথা মাকেও বলেছিলাম, মা বললেন, করার দরকার নেই।