বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে একটি ট্রাক বোঝাই ভারতীয় অবৈধ চিনি স্থানীয়দের সহায়তায় জব্দ করেছে ওসমানীনগর থানা পুলিশ।
রবিবার (৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজার থেকে ট্রাক বোঝাই অবৈধ চিনি উদ্ধার করা হয়। এই ঘটনায় ট্রাক চালকসহ সন্ধেহ জনক ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, দক্ষিণ সুরমা থেকে সাইস্তাগঞ্জ গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮৫ ০৫) উপজেলার তাজপুর বাজারে পৌছালে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এই ঘটনায় ট্রাক চালক মামুন সহ ৪ জনকে সন্দেহ জনক আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার এস আই ওবায়দুল্লাহ। তিনি বলেন, গাড়িতে কি পরিমান চিনি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, বৈধ চিনি দাবি করলেও সন্ধা পর্যন্ত তারা কোন বৈধ কাজপত্র দেখাতে পারেনি। এই বিষয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।