রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

সর্বশেষ :
সাংবাদিক আকবর হোসেনকে যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার নিয়োগ ক্ষুব্ধ এস,আই মিজান নিজের অপকর্ম ঢাকতে কৌশলের আশ্রয়ে সাংবাদিকের বিরুদ্ধে সাজানো মামলা এফ আই আর মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোনকল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবার অনুমোদনে জেলা জামায়াতের শুকরিয়া সমাবেশ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ইউএনএওসি গ্লোবাল ফোরামে যোগ দিতে পর্তুগাল গেছেন পররাষ্ট্র উপদেষ্টা সিটি করপোরেশনের দেনা শূন্যের কোটায় নিয়ে আসবো: ডা. শাহাদাত ঢাকায় বাংলাদেশ-বেল‌জিয়াম রাজনৈতিক সংলাপ আজ মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আজাদুল ইসলাম কালিগঞ্জে ৩৪৭ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শেখ শহিদুল ইসলাম, খুলনা প্রতিনিধিঃ খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানা দিন কাশেম সড়ক কুবা মসজিদের সামনে ঘটনা ঘটে। নিহত যুবক হলেন রাসেল ওরফে পঙ্গু রাসেল তিনি সেরে এ বাংলা রোড আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। আহত দুই যুবক হলেন খুলনা থানাধীন সদর হাসপাতাল এলাকার জৈনীক হুমায়ুন কবিরের ছেলে মুহাম্মদ সজীব ও সোনাডাঙ্গা থানাধীন আমতলা এলাকার জৈনিক মোঃ হান্নান শেখ এর ছেলে মোহাম্মদ ইয়াসিন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল আলম। তিনি খুলনা গণমাধ্যমকে বলেন, রাত আড়াইটার দিকে চার মোটরসাইকেল নিয়ে যুবক সহ আরো কয়েকজন সোনাডাঙ্গা থানাধীন ৪ নং কাসেম সড়ক কুবা মসজিদের কাছে পৌঁছায়। এ সময় তাদের নিজেদের মধ্যে কলহ বিপদ বাদে সহপাঠী তাকে তাক,তাক,করে বুকে পরপর দুটি গুলি করে। তার সাথে থাকা ইয়াসিন ও সজীবকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত বলে ঘোষণা করেন। তবে এ হত্যাকাণ্ড নিজেদের মধ্যে এবং মাদক কারবারি নিয়ে ঘটেছে বলে তিনি মনে করেন। রাসেলের বিরুদ্ধে সোনাডাঙ্গা সহ বিভিন্ন থানায় মোট ১১ টি মামলা রয়েছে তার মধ্যেও ডাকাতি অস্ত্র ও মাদক মামলা উল্লেখযোগ্য নিহতের লাশ মর্গে রয়েছে। এখনো পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেননি।

খবরটি শেয়ার করুন