শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ পরীমণি মুক্তিযোদ্ধাদের স্বপ্নপূরণে সরকার অঙ্গীকারবদ্ধঃ ড. ইউনূস শেষ মুহূর্তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন ফের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র আগামী বছর জাতিসংঘে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে উচ্চ পর্যায়ের সম্মেলন এক যুগ পর বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া পলাশবাড়ীতে ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে ২০ হাজার টাকা মূল্যে বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ জব্দ ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল সশস্ত্র বাহিনী দিবসঃ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

তাজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা সম্পুর্ন

ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের আওতাধীন ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সন্ধায় উক্ত সভায় সভাপতিত্ব করেন আজমান আলী ৬ নং ওয়াড বিএনপি ও ৬ ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক খালেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি ও উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। কর্মী সভায় দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপন্থা, এবং জনগণের কল্যাণে উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে বিশদ আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মইনুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ উপজেলা বিএনপির সহ সভাপতি শফিক মিয়া, আব্দুর রউফ আবদুল, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির কবির আহমেদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজ পুর ইউপি দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, বিএনপি নেতা হেলাল মিয়া,রুবেল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, যুগ্ন আহ্বায়ক নুরুল ইসলাম রেজন, আবুল কালাম, ইসলাম উদ্দিন, আকিক আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহব্বয়ক রকিব আলী, সিনয়র যুগ্ন আহ্বায়ক লয়লুছ আহমদ,উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সাহেব আলী,ও লিটন মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আল-মাসুম আবীর,প্রমখ,

কর্মী সভায় প্রধান অতিথি মইনুল হক চৌধুরী বলেন, “বর্তমান সময়ে আমাদের সাংগঠনিক শক্তি ও ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।” তিনি নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দলের সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

বিশেষ অতিথি এস টি এম ফখর উদ্দিন তার বক্তব্যে বলেন, “এই কর্মী সভার মাধ্যমে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে তৃণমূলের নেতা-কর্মীরা আরও সক্রিয়ভাবে কাজ করতে পারবেন।” তিনি নেতাকর্মীদেরকে দলের স্বার্থে একযোগে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

সভায় নেতৃবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং দলের জন্য নিবেদিতপ্রাণ কর্মীদের বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ গ্রহণ করেন। তাছাড়া, সভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী দিনে দলের সংগঠনকে আরও সুসংহত করতে তাদের প্রস্তাবনা ও মতামত প্রকাশ করেন। তারা প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকার এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

 

খবরটি শেয়ার করুন