বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ রাজধানী ঢাকায় গতকাল মধ্যরাতে বজ্রসহ বৃষ্টি হয়েছে, কিছু কিছু এলাকায় শিলা বৃষ্টি হয়েছে। গরমের পর এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। বুধবার (৬ নভেম্বর) ঢাকাসহ ৬ বিভাগের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নারায়ণগঞ্জে, ঢাকায় রেকর্ড করা হয়েছে ২২ মিলিমিটার। এর বাইরেও দেশের বিভিন্ন অঞ্চলে শীলাবৃষ্টির খবর পাওয়া গেছে।
অন্যদিকে, বৃহস্পতিবারের (৭ নভেম্বর) আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আগামী পাঁচদিনে দক্ষিণাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।