শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন

সর্বশেষ :
পদ্মা সেতু হয়ে ঢাকা -খুলনা ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর সিনেমা করব না এটা কখনোই বলিনি: কেয়া পায়েল আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আ. লীগের রাজনীতি করার বিষয়ে যে মন্তব্য করলেন নাহিদ ইসলাম যুক্তরাজ্যে ঢুকলেই গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে মাদকসহ আটক ১ ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই : জামায়াত আমির দুই-এক বছর দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকেঃ নুর

সরকারি মাল দরিয়ামে ঢাল ওসমানীনগরে হাজারো ষ্ট্রীট লাইট বিকল! রাতের আঁধারে মিলছে না আলো

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরের ৮ টি ইউনিয়নের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ রাস্তা এবং হাট বাজারে সরকারি ভাবে স্থাপিত সৌর বিদ্যুতের হাজারো ষ্ট্রীট লাইট প্রায় ২০ ফুট লম্বা স্টিলের খুটির উপর ২০১৮-১৯ ইং সালে স্থাপন করা হয়েছিল।

উক্ত ষ্ট্রীট লাইট গুলো দীর্ঘ দিন থেকে অকেজো এবং বিকল হয়ে আছে,যেন দেখার কেউ নেই। উপকার বঞ্চিত ওসমানীনগর উপজেলার সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন গ্রামীন জনগুরুত্বপূর্ণ সড়কে স্থাপিত এসব সরকারি ষ্ট্রীট লাইট স্থাপিত স্টিলের খুটি তার নিরব সাক্ষী হয়ে বছর বছর অকারণে দাড়িয়ে আছে। বর্তমানে উপজেলার গ্রামীণ জনপদে স্থাপিত এসব ষ্ট্রীট লাইট বর্তমানে আর সাধারণ মানুষের কোন কাজে আসছেনা। উপজেলার প্রায় প্রতিটি গ্রামে স্থাপিত এসব ষ্ট্রীট লাইট অযত্ন অবহেলায় বিকল হয়ে পড়ে আছে। উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে স্থাপিত এসব ষ্ট্রীট লাইট এর বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান লাইট গুলো স্থাপন করে গা ডাকা দিয়েছেন তারা। মেরামত করার জন্য খুজে পাওয়া যায়নি আজ পর্যন্ত কাউকে। এযেন সরকারি মাল দরিয়ামে ঢাল। বর্তমানে হাতে গুনা কিছু কিছু ষ্ট্রীটলাইট আলো দিলেও অধিকাংশ লাইট বন্ধ রয়েছে। উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ইশাগ্রাই, হাজিপুর, আলীপুর গলমুকাপন, বুরুঙ্গা ইউপির প্রথমপাশা, সিরাজনগর, তিলাপাড়া, কামারগাও,মোক্তারপুর, সাদীপুর ইউপির নুরপুর, হলিমপু, রহমতপুর চাতলপার, মোবারকপুর, গাভূরটিকি, গোয়ালাবাজার ইউপির ভাগলপুর, ইলাশপুর, দুলিয়ারবন্দ, কলারাই, তাজপুর ইউপির ভাড়েরা, বরায়া কাজিরগাও, দয়াময়ীর ইউপির চকবাজার, মিরারগাও, খন্দকার বাজার, উছমানপুর ইউপির ইছামতী, থানাগাও, উছমানপু, লতিবপুর সহ আরোও অসংখ্য গ্রামে জনসার্থে স্থাপিত হাজারো ষ্ট্রীট লাইট বিকল হয়ে পড়ে আছে যেন দেখার কেউ নেই। উক্ত বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানার সাথে মোবাইল ফোনে আলাপকালে তিনি জানান স্থাপিত ষ্ট্রীট লাইট ঠিকাদারি প্রতিষ্ঠানের ১ বছর পর্যন্ত দেখা শুনার দায়িত্ব ছিলো

বর্তমানে অকেজো লাইট গুলো ইউনিয়ন পরিষদের ফান্ড হতে মেরামত করা প্রয়োজন। এবিষয়ে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর গ্রামের জয়নাল মিয়া সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক সুবিধা ভোগীদের সাথে আলাপ কালে তারা বলেন জনসার্থে ষ্ট্রীট লাইট গুলো মেরামত করা একান্ত জরুরি। তারা আরও বলেন এই প্রজেক্টে নাইট গুলো মেরামতের বাজেট না রেখে সারাদেশে ষ্ট্রীট লাইট স্থাপন করা সরকারের হাজার হাজার কোটি টাকার ক্ষতি সাধন যাহাকে বলে সরকারিমাল দরিয়ামে ঢাল ।

খবরটি শেয়ার করুন