শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ ঘরে বাইরে টানা বিপর্যয়ের পর আফগানিস্তান সিরিজ নিয়ে স্বস্তির আশায় ছিল বাংলাদেশ। গতকাল (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও ব্যাটিং ধসের মুখে ৯২ রানে হারতে হয়েছে বাংলাদেশকে।
গতকাল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুশফিকুর রহিম ব্যাটিং করতে নেমেছিলেন সাত নম্বরে। তখনই খটকা লেগেছিল, মুশফিক সাতে কেন! বিষয়টি পরিস্কার হওয়া গেল আজ। উইকেটকিপিংয়ের সময় আঙ্গুলে চোট পেয়েছেন মুশফিক।
যাতে আফগানিস্তান সিরিজের বাকি দুই ওয়ানডেতে অনিশ্চিত হয়ে পরেছেন অভিজ্ঞ ক্রিকেটার। আগামীকাল শুরু হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের না খেলার বিষয়টি মোটামুটি নিশ্চিত। শঙ্কা আছে ১১ নভেম্বর তৃতীয় ওয়ানডেতেও।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি সারাবাংলাকে বলেন, ‘মুশফিকের দ্বিতীয় ওয়ানডেতে খেলার সম্ভবনা কম। কারণ যেহেতু ফ্র্যাকচার সন্দেহ করা হচ্ছে। আজ পরীক্ষা-নিরীক্ষার পর বুঝা যাবে কতদিনের জন্য তিনি মাঠের বাইরে থাকবেন।
গতকাল কিপিংয়ের সময় চোট পাওয়া মুশফিক প্রাথমিক শুশ্রূষার পর ব্যাটিং করতে নেমেছিলেন। ফলে সাত নম্বরে নামতে হয় তাকে।
আল্লাহ গজনফরের বলে স্ট্যাম্পিং হওয়ার আগে ৩ বল খেলে মাত্র ১ রান করেছিলেন মুশফিক। কাল বাংলাদেশ দলের পুরো ব্যাটিং ইউনিটটাই ধসে পরেছে গজনফরের স্পিনে। মাত্র ২৬ রানে ৬ উইকেট নিয়েছেন আফগান তরুণ। আফগানিস্তানের ২৩৫ রানের জবাব দিতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১৪৩ রানে।