বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:১০ অপরাহ্ন

সর্বশেষ :
শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ পরীমণি মুক্তিযোদ্ধাদের স্বপ্নপূরণে সরকার অঙ্গীকারবদ্ধঃ ড. ইউনূস শেষ মুহূর্তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন ফের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র আগামী বছর জাতিসংঘে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে উচ্চ পর্যায়ের সম্মেলন এক যুগ পর বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া পলাশবাড়ীতে ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে ২০ হাজার টাকা মূল্যে বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ জব্দ ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল সশস্ত্র বাহিনী দিবসঃ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সাতক্ষীরায় থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ আটক ২

শেখ শহিদুল ইসলাম, খুলনা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া পিস্তল গোলাবারুদ ম্যাগাজিন সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার ও মঙ্গলবার সাতক্ষীরার কুচপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সদর থানা থেকে লোক করা একটি নাইন এমএম পিস্তল এক রাউন্ড গুলি ম্যাগাজিন ও নগদ অর্থ বৈদেশিক মুদ্রা, উদ্ধার করা হয়। সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান লেপটলান্ড সাকিবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শহরের এলাকায় ৪ নভেম্বর ভোর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শাহাজান আলীর ছেলে অস্ত্র ব্যবসায়ী মুকুল হোসেন কে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে মঙ্গলবার ভোর রাতে গত ৫ই আগস্ট সদর থানা থেকে লুট করা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার জন্য একি এলাকায় নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল এক রাউন্ড গুলি ও ম্যাগাজিন তিনটি পাসপোর্ট এক লাক ইরাকি দিনার ও দুই লাখ দুই হাজার চারশো পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং লাইসেন্স ও জব্দ করা হয়।

খবরটি শেয়ার করুন