শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের অনেক কাজই মিডিয়ার কর্মীরা দেখেন না: মির্জা ফখরুল

অগ্নিশিখা প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকার তিন মাসে অনেক কাজ করেছে। কিন্তু মিডিয়া বর্তমান সরকারের কোনো সাফল্য দেখতে পায় না। এই সরকারকে সময় দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে হাইকোর্ট অডিটোরিয়ামে ইয়ুথ ফোরামের আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সরকারকে সময় দিতে হবে। তাদের আমরা দায়িত্ব দিয়েছি। মিডিয়ার মধ্যে অনেকেই কোন সাফল্য দেখতে পান না। তারা এই তিন মাসে অনেক কাজ করেছেন। সংস্কারে অনেকগুলো কমিশন গঠন করেছেন, ফ্যাসিবাদের বেশ কিছু দোসর আটক করেছেন, সব কিছু এক সাথে সম্ভব নয়। তরুণদের অনুরোধ করবো, আপনারা ধৈর্য ধরুন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, যাদের নেতৃত্বে এই সরকার গঠন হয়েছে, যেহেতু ছাত্ররাও এর মধ্যে আছেন তাই তারা সেই জায়গায় পৌঁছাতে পারবেন। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এইবার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা হারিয়ে গেলে আমাদের জাতি হিসেবে অস্তিত্ব বিপন্ন হবে। আমি কথাটা জোর দিয়ে বলতে চাই।

বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তার কারণে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু কিছু মিডিয়া সেটা প্রমোট করছে। আমি মনে করি, এটা কখনোই জনগণের জন্য কোন সুফল বয়ে আনবে না। অনুরোধ করবো, যারা এই ধরণের প্রচারণা চালাচ্ছেন, দয়া করে বন্ধ করুন।

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এতো বড় সাফল্য অর্জন করেছেন, সে সাফল্য যেনো ঐক্যবদ্ধ থাকে সেজন্য আপনারা কাজ করুন।

আমাদের ধৈর্য ধরে সংস্কার ও নির্বাচনের যে কাজ আছে তা যেনো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি সেজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে বলেও যোগ করেন তিনি।

মাও সেতুং এর উক্তির কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, যুবকদের ঘাড়ের মধ্যে বৃদ্ধদের মাথাটাকে বসিয়ে দাও। অর্থাৎ যারা বয়স্ক তাদের অভিজ্ঞতা ও জ্ঞানটাকে নাও, যুবকদের শক্তি দিয়ে নতুন কিছু গড়ে তুলো।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com