বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:০২ অপরাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জের ফতুল্লা ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার মহানগর বিএনপির প্রভাবশালী এক নেতার নির্দেশে আমলাপাড়ায় ব্যবসায়ীর ছেলের কাছে চাঁদা দাবি ও মারধর, থানায় অভিযোগ চলে গেলেন ‘বাঘা যতীন’ খ্যাত জনপ্রিয় পরিচালক অরুণ রায় আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে সন্দেহ তৈরি হবে: দুদু ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের ওপর তেমন প্রভাব পড়বে নাঃঅর্থ উপদেষ্টা হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জামিন পেলেন না চিন্ময় দাস “শিশু কাননের প্রতিটি শিক্ষার্থী আমার সন্তান : পরিচালক রুহুল আমিন “ ট্রাম্প হোটেলের সামনে টেসলার সাইবারট্রাক বিস্ফোরণ, নিহত ১ বৈষম্যহীনভাবে যোগ্যদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে

খুলনার নর্দান ইউনিভার্সিটিতে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ

শেখ সাহিদুল ইসলাম, খুলনা জেলা প্রতিনিধিঃ ফুলতলা নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি, খুলনায় দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ( ৭ই নভেম্বর) দুপুরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রতিপক্ষের সঙ্গে মতবিনিময় কালে এ দাবি উপস্থাপন করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও দাবির পক্ষে সম্মতি প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আহমদ হাকিম রাহাত বিষয়টি নিশ্চিত করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাই আগেও বিশ্ববিদ্যালয় দলীয় রাজনীতি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। ক্যাম্পাসে যে কোন ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সূত্র জানান সম্প্রতি বিভিন্ন কর্মকান্ডের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন, এই সময় বিভিন্ন বিভাগের কয়েক শত কার্তিক উপস্থিত ছিলেন।

তারা দাবি জানান পূর্বের ন্যায় বর্তমানে ও নর্দান ইউনিভার্সিটি খুলনায় যেন রাজনীতি নিষিদ্ধ থাকে। ছাত্রদের দাবি উপস্থাপনের সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিতু ছিলেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে একমত প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডক্টর মোঃ শাহ আলম বলেন, এতক্ষিরা তাদের মতামত প্রকাশ করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও দলীয় ছাত্র রাজনীতি বন্ধ থাকার সঙ্গে একমত। বিশ্ববিদ্যালয় দলীয় কোন ব্যানারে রাজনৈতিক কর্মকান্ড পরিচালিত হলে বা বিশ্ববিদ্যালয়ের বাইরে ও বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কোন দলীয় রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com