বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

সর্বশেষ :
শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ পরীমণি মুক্তিযোদ্ধাদের স্বপ্নপূরণে সরকার অঙ্গীকারবদ্ধঃ ড. ইউনূস শেষ মুহূর্তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন ফের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র আগামী বছর জাতিসংঘে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে উচ্চ পর্যায়ের সম্মেলন এক যুগ পর বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া পলাশবাড়ীতে ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে ২০ হাজার টাকা মূল্যে বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ জব্দ ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল সশস্ত্র বাহিনী দিবসঃ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে গণতন্ত্র থাকতো, পিআইবি র মহাপরিচালক ফারুক ওয়াসিফ

শেখ শহিদুল ইসলাম, খুলনা জেলা প্রতিনিধিঃ খুলনায় সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়। গতকাল শুক্রবার বিকেলে খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে, প্রেস ইনস্টিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে গণতন্ত্র টিকে থাকতো, কিন্তু গত ১৫ বছর সেটা ছিল না। সাংবাদিকতার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে, বর্তনীষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের গণতন্ত্র এগিয়ে নিতে হবে। যদি সঠিক সাংবাদিকতা থাকতো জবাবদিহির জায়গা থাকতো, তাহলে দেশে গণতন্ত্র থাকতো। কিন্তু দেশের অনন্য স্তরের মতো গণমাধ্যমকেও দলবাজ দুর্নীতিবাজেরা গ্রাস করেছিল। তারা ক্ষমতাধরদের সঙ্গে দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোঃ হারুন রশিদ খান। তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ, সমাজের চেহারা, সাংবাদিকদের দায়িত্ব বেশি বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতীয় সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, সাংবাদিকদের সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। তাহলে জবাবদিহির জায়গা তৈরি হবে। তিনি তথ্যপ্রযুক্তির পরিবর্তনের যুগে ঘন ঘন প্রশিক্ষণের বিকল্প নেই বলে উল্লেখ করেন। পিআইবির, প্রশিক্ষক মোঃ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামান ও খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম, খুলনা জেলার (৩৫) সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন