শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
শেখ শহীদুল ইসলাম, খুলনা জেলা প্রতিনিধিঃ খুলনা জেলা ম্যাজিস্ট্রেট হতে ইস্যু কূত, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং খুলনা জেলা বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেট হতে সুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সারই ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক অনন্য প্রতিষ্ঠান ডিলার এবং মেরামত কারী প্রতিষ্ঠান ও সেভ কিপিং দের লাইসেন্স ২০২৫ সালের জন্য বার্ষিক নবায়ন আগামী ( ১ ডিসেম্বর) হতে শুরু হবে। আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী লাইসেন্স ধারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফি (ভ্যাট সহ) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানোর মূল কপি লাইসেন্সের মূল কপি লাইসেন্স ভুক্ত আগ্নেয়াস্ত ও গোলাবারুদ সহ নির্ধারিত তারিখ সময় ও নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে নবায়ন সম্পূর্ণ করতে হবে, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় বা সেফ কিপিং এ জমা থাকলে তার রশিদ প্রদর্শন করতে হবে, গণবিজ্ঞপ্তি অনুযায়ী পাইকগাছা এবং কয়রা উপজেলার লাইসেন্সধিরা(১ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। সোনাডাঙ্গা ও হরিণটা নাম মেট্রোপলিটন থানা এলাকার নবায়ন ২ ও ৩ ডিসেম্বর, লবণচড়া মেট্রোপলিটন থানা ৪ই ডিসেম্বর খুলনা সদর মেট্রোপলিটন থানা ৫,ও ৮ ডিসেম্বর খালিশপুর মেট্রোপলিটন থানা এলাকা লাইসেন্সধারীরা ৯ ও ১০ ডিসেম্বর, দৌলতপুর মেট্রোপলিটন থানা ১১ ও ১২ই ডিসেম্বর, আড়ংঘাটাও খানজাহান আলী মেট্রোপলিটন থানা ১৫,ও,১৭ ডিসেম্বর করতে পারবেন।
এছাড়াও রুপসা উপজেলার লাইসেন্সারীরা ১৮ই ডিসেম্বর, তের খাদা ১৯শে ডিসেম্বর, দীঘলীয়া ২২ ডিসেম্বর, ফুলতলা ২৩শে ডিসেম্বর, ডুমুরিয়া ২৪শে ডিসেম্বর, বটিয়াঘাটা ২৬শে ডিসেম্বর, উপজেলা ২৯ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সী খানা, রুম নম্বর ২২০ থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। আর্থিক প্রতিষ্ঠান ডিলার এবং মেরামতকারী প্রতিষ্ঠান সমূহ ৩০ শে ডিসেম্বর লাইসেন্স নবায়ন করতে পারবে। নির্ধারিত তারিখে বাদ পড়া লাইসেন্সধারীগণ এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রে থেকে ইস্যু কূত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণ ৩১শে ডিসেম্বর তারিখে লাইসেন্স নবায়ন করতে পারবেন, খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।