বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা জেলা প্রতিনিধিঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে মহানগরীর রূপসায় ইস্টার্ন রোডে এই অভিযান পরিচালনা করা হয়।
(কে,এমপির )এক প্রেস বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে রূপসায় স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদ এর বাড়ির চতুর্থ তলা অভিযান চালিয়ে একটি রাইফেল ১৩ রাউন্ড রাইফেলের গুলি চারটি রাইফেলের গুলির খোসা , চারটি রাইফেলের গুলির সামনের অংশ, একটি রিভাল বারের বিশ রাউন্ড,রিভালবার বলের গুলি দুটি রাইফেলের গুলির চার্জার একটি পিস্তলের কভার, একটি রাইফেলের কভার তিনটি ভারতীয় ১০ রুপির নোট, একটি ভারতীয় ২০ রুপির নোট, দুটি ভারতীয় এক শত রূপের নোট, একটি বাইনোকুলার নয়টি পাসপোর্ট এবং একটি কালো রঙের ব্যাক উদ্ধার করা হয়েছে, পলা দোকানের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।