শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

পররাষ্ট্র সচিবের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

অগ্নিশিখা ডেস্কঃ বাংলাদেশে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ ইউ-সে আজ পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র সচিব অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগের বিষয়ে হাইকমিশনারকে ব্রিফ করেন এবং অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতায় সিঙ্গাপুরের সহায়তা কামনা করেন।

উভয়ই মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার সূচনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন যে এফটিএ দুই দেশের মধ্যে অধিকতর অর্থনৈতিক সম্পৃক্ততা সহজতর করবে।

পররাষ্ট্র সচিব জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানের সহায়তায় সিঙ্গাপুরের ভূমিকার ওপর জোর দেন।

পররাষ্ট্র সচিব দেশের দক্ষিণাঞ্চলে বৃহৎ রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী অবস্থানের বিরূপ প্রভাব সম্পর্কেও হাইকমিশনারকে অবহিত করেন।

পররাষ্ট্র সচিব আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টায় সিঙ্গাপুরের সমর্থন কামনা করেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com