শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা জেলা প্রতিনিধিঃ দীঘলিয়া উপজেলার গাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে মোঃ বাদশা গাজী (৪২) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর সদস্যরা প্রকৃত বাদশার বাড়ি তল্লাশি চালিয়ে একটি দেশি সুতার গান এক রাউন্ড পরিত্যক্ত গুলি ও আনুমানিক এক কেজি গান পাউডার উদ্ধার করেছে।
এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দিঘলিয়া থানায় একটি মামলা হয়েছে। পুলিশ আটককৃত বাচ্চাকে আদালতের সোপর্দ করেছে। যৌথ বাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ ই নভেম্বর) দিঘলিয়া উপজেলার গাজিরহাট বাজার সংলগ্ন এলাকায় ইন এইড, টু সিভিল পাওয়ার এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকা সমূহে বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে মোঃ বাদশা গাজীকে আটক করা হয়।