বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মমিনুল ইসলাম হৃদয়ের ২৫তম জন্মদিনে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
সোমবার (১১ নভেম্বর) বেলা ৩টায় শহীদ হৃদয়ের মিরপুরের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম আদীব ও মিরপুর পল্লবী শাখা কমিটির সদস্যরা।
শহীদ হৃদয়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ সময় তার কবর সংরক্ষণ এবং তার পরিবারের সদস্যদের কর্মসংস্থানের আশ্বাস দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এর আগে তার পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা দেওয়া হয়।